bdsomoyemail@gmail.com সোমবার, ২৭শে অক্টোবর ২০২৫
১১ই কার্তিক ১৪৩২

“ভোট ছাড়া গণতন্ত্র নেই, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে”—রিজভী আহমেদ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৫ জুলাই ২০২৫ ১৯:০৭ পিএম

ফাইল ছবি

ভোটাধিকার নিশ্চিত না হলে গণতন্ত্র অর্থহীন হয়ে পড়ে উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, “গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় ভোটের বিকল্প নেই। কিন্তু নির্বাচনকে ঘিরে একটি গোষ্ঠী ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।”

শনিবার (৫ জুলাই) রাজধানীর ধানমন্ডি স্পোর্টস ক্লাব মাঠে জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের স্মরণে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, “গণ-অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। বিশ্বের খুব কম আন্দোলনেই তরুণদের এমন সাহসী আত্মত্যাগ দেখা যায়। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন যে বীভৎসতা সৃষ্টি করেছে, তা ভাষায় প্রকাশযোগ্য নয়। আমরা চাই না, এমন শাসনের আর কোনো পুনরাবৃত্তি ঘটুক।”

তিনি দাবি করেন, যৌক্তিক সময়ের মধ্যে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে হবে। তা না হলে গণতন্ত্র আরও হুমকির মুখে পড়বে।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ বলেন, “শেখ হাসিনা দেশের ক্রীড়াঙ্গনকে কলুষিত করেছেন। তার শাসনে দলীয়করণ, দুর্নীতি ও পক্ষপাতিত্বে খেলাধুলার পরিবেশ নষ্ট হয়েছে।”

তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, “জনগণ বিএনপিকে দায়িত্ব দিলে আমরা ক্রীড়াঙ্গনে পেশাদারিত্ব, স্বচ্ছতা এবং জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাব।”

এমএসএস

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর